পরিচিতজন সবাই জানে আমার মিষ্টি প্রীতির কথা। খুব ছোট থেকেই মিষ্টি ভালোবাসি। যতদিন ছোটছিলাম ততোদিন দাদা হাটের দিনে হাট থেকে মিষ্টি আনতেন। যখন ক্লাস থীতে পড়ি তখন বাড়ী থেকে স্কুল ৬কিমি দূর। স্কুল থেকে ফেরার পথে হাট পড়তো। সেটি সপ্তাহে দুদিন বসতো। হাটে মন্টু নামে একজন মিষ্টির দোকান দিতেন। তার দোকানে আমার নামে বাকীর খাতা খোলা ছিলো। স্কুল থেকে ফেরার পথে হাটের দিনে মিষ্টি খেয়ে আসতাম, দাদা মাস শেষে টাকা দিয়ে দিতেন।
একদিন মিষ্টি খেয়ে বাড়ী ফিরছি। হঠাৎ মনে হলো মুখের ভেতরে চুলকাচ্ছে। অস্বস্তি নিয়ে বাড়ি ফিরতে ফিরতেই মুখ,গাল,চোখ ফুলে ঢোল হয়ে গেলো। গাল এতোটাই ফুলে গিয়েছিলো যে চোখ প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো। হাটে মিষ্টির পাত্রগুলো খোলা থাকতো, চারিদিকে অনেক মৌমাছি উড়ে বেড়াতো। সম্ভবত মিষ্টিতে কোনো মৌমাছুর হুল থেকে একান্ড ঘটেছিলো।