২০১০ সাল। কয়েকমাস হলো রাজশাহী স্থায়ীভাবে এসেছি। শুক্রবার করে গ্রামের বাড়ী যাই। বাসে যেতে হয়, বাস থেকে নেমে আবার ৪কিমি গ্রামের রাস্তা। দিনে যেয়ে দিনে আসা আমার মতো অলসের জন্য কষ্টকর। তাই একটি বাইক কেনার ভুত চাপলো। কাছে টাকা নেই। এক বন্ধু থাকে নওগা মান্দা। সে বললো এদিকে আয় ২০-২৫ হাজারে সেকেন্ডহ্যান্ড বাইক পাবি। একদিন গেলাম দেখতে। একজন একটি বাইক দেখালো Dayang DY50. একজন শিক্ষকের ব্যবহার করা বাইক। চকচকে বাইক। যদিও ৫০সিসি। দাম ৪০ হাজার টাকা। বাইকটি পছন্দ হয়েছে কিন্তু টাকা নেই। টাকা সাথে আছে ২৫ হাজার। বিক্রেতা বললো ভাই সমস্যা নেই, আপনি ২৫ হাজার দিয়ে বাইক নিয়ে যান, আমি রাজশাহী গিয়ে আপনার থেকে বাকী ১৫ হাজার নিয়ে নিবো। সেভাবেই বাইকটি কেনা হলো। ভিন্ন রকম অনুভূতি।
বাইকটিকে অসম্ভব যত্ন করতাম। সারাদিন শেষে রাতে বাইকটি মুছে চকচকে করা ছিলো আমার প্রতিদিনের রুটিন। বাইকটি ১বছর ব্যবহার করে পরে বিক্রি করে দেই। ১বছর পরেও বাইকটির দাম পেয়েছিলাম ৪০হাজার টাকাই। বাইকটিকে এখনও মিস করি।
বাইকটি কেনায় সহযোগিতা করেছিলো বন্ধু তসলিম ও পলাশ।