তখন নাইন/টেন এ পড়ি। আব্বা হোন্ডা সিডি৮০ ব্যবহার করেন। বাসায় একটি হোন্ডা সিডিআই১০০ সিলভার কালার এর মোটরসাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে। বন্ধু খুরশিদের সহায়তায় বাইকটি কোনো রকম চালু করে স্থানীয় টেকনিশিয়ানের কাছে নিয়ে মেরামত করি। ২স্ট্রোক ইনজিন। প্রচুর তেল খায়। টাকা জমায়ে জমায়ে তেল কিনি। কখনও বাপের বাইকের তেল চুরি করে আমার বাইকে ভরি। গ্রামের যে কেউ তেল খরচ দিলেই তার সাথে বাইক নিয়ে ঘুরতে যাই। এমনই একদিন গ্রামের এক চাচা বললেন চলো নাটোরে যাই, আমার কিছু কাজ আছে। আমিও লাফাতে লাফাতে তার সাথে চললাম বাইক নিয়ে।
নাটোরে তার কিছু কেনাকাটা ছিলো। কাজ শেষ করে সন্ধ্যা। ফেরার পথে দেখি হেডলাইট জ্বলে না, বাল্ব কাটা। কাছে বাল্ব কেনার টাকাও নেই। অগত্যা ডানপাশের ইন্ডিকেটর লাইট জালিয়ে সেই আলোতে ধীরে ধীরে রওনা দিলাম। হঠাৎ দেখি পেছনে একটি মোটরসাইকেল এসে আমাদের ক্রস করে গেলো। আমিও একটু টেনে তাদের পিছে যেতে থাকলাম। বেশ কিছুদুর যাবার পরে স্পীডে না পেরে আমি পিছনে পড়ে গেলাম। এমন সময়েই হঠাৎ মনে হলো সামনে একটা রিক্সা ভ্যান। ধুম..। এরপর আর কিছু মনে নেই..
যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমাকে ঘিরে লোকজন দাড়িয়ে। কোথাও ভাংছে বলে মনে হলো না কিন্তু হাতে ব্যাথা এবং একজায়গায় ছিলে গেছে। সেভাবেই কষ্ট করে বাড়ী ফিরলাম। পরে কয়েকদিন হাতে ব্যাথা/যন্ত্রনা ছাড়া আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় নাই।