সালটি সম্ভবত ১৯৮৮-৮৯ হবে। সম্ভবত ক্লাস ফাইভে পড়ি। তখন আব্বা আগের ইয়ামাহা ১০০ বিক্রি করে দিয়ে হোন্ডা এইচ১০০এস মোটরসাইকেলটি ব্যবহার করতেন। আমার বয়সের তুলনায় বেশ উচু বাইক। সিটে বসলে সর্বোচ্চো মাটিতে পা ঠেকে না। এই বয়সেই মোটরসাইকেল চালানোর ভুত চাপলো। তখন নাটোর দক্ষিন বড়গাছায় থাকি। প্রতিবেশি জেম ভাই ছিলেন আমার ইন্ধনদাতা ও শিক্ষাগুরু। তিনি পেছনে বসে আমাকে গাইড করতেন এবং বাইক থামাতে হলে ব্রেক করলে তিনি পেছনে থেকে পা ফেলতেন। এভাবেই সে বয়সে মোটরসাইকেল চালানো শিখে ফেলি। সেই থেকে ৩০ বছরেরও অধিক সময় ধরে বাইকের উপরে জীবন চলছে।