বাপজান যখন ইয়ামাহা ১০০ মোটরসাইকেলটি বগুড়া থেকে কিনে আনে তখন আমার বয়স ৪ আর সাল হলো ১৯৮০। সে সময় গ্রামের রাস্তা দিয়ে সপ্তাহেও একটি মোটরসাইকেল চলাচল করতো কিনা সন্দেহ অথচ নিজেদের বাড়ীতেই নিজেদের একটি মোটরসাইকেল। সে বয়সে আমার মোটরসাইকেল ততো বোঝার কথা নয় অথচ পরিবারের সিনিয়র সদস্যরা বলেন সে সময় আমি নাকি কেউ টাকা উপহার দিলেই সে টাকা নিয়ে চলে যেতাম পাশের বাসার চাচার বাসায়। গিয়ে বলতাম চাচা চলেন মোটরসাইকেল কিনবো।
সেই শিশুকালের মোটরসাইকেলের ভূত বুড়া কালেও নামে নাই। বরং মনে হয় কিছু টাকা থাকলে বেশ কয়েকটি মডেলের মোটরসাইকেল কিনে রাখতাম :(