বিশিষ্ট সাহাবী যুবাইর ইবনুল আওয়াম এর মৃত্যুর পরে তার ৪স্ত্রীর প্রত্যেকেই পেয়েছিলেন ৫৬মিলিয়ন ডলারের সমপরিমান সম্পদ।
আবদুর রহমান ইবনে আউফ ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের একজন। যার সম্পদের পরিমান ছিলো (৩১০ কোটি ৩০ লাখ দিনার) বা ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের সম পরিমাণ। (টাকায় হিসেব করে নেন ???? )
ধনীদের থেকে গরীবরা আগে বেহেস্তে যাবে এই হাদীস সকলের জানা থাকলেও "বিশ্বস্ত সত্যবাবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদের সাথে থাকবে" এই হাদীস কমই শোনা যায়।
ব্যবসায় বরকত লাভের সহজ উপায় হলো প্রচুর সাদকা করা
আমাদের মধ্যে একটি ধারনা তৈরী করা আছে দ্বীনদারী বলতে অর্থবিমূখতাকে বুঝায়। অথচ অনেক ব্যবসায়ী সাহাবী ছিলেন যাদের অর্থের পরিমান শুনলে আমাদের চোখ কপালে উঠতে বাধ্য।
হালাল ইনকাম এবং সাথে দানের প্রসার একজনকে আরো বেশি আখেরাতমুখী করে তোলে।
বইটি ছোট্ট কিন্তু অসাধারন!