অভিশপ্ত স্কুল - ফাতিমা মাহমুদ

2023-02-21 08:34:11 Views: 46

রাহুল তার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যান। প্রিন্সিপালের সাথে কথা বলা শেষ হলে মেয়ে বায়না করে ক্যান্টিন থেকে কিছু খাবার কেনার জন্য। তার বাবা তাকে বাদাম কিনে দিলো ক্যান্টিন থেকে। তারা খেয়াল করলো স্কুলের সবাই যেন আস্তে আস্তে জোম্বি হয়ে যাচ্ছিলো। তারা ভয় পেয়ে দৌড়ে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলো। মেয়ে জোম্বি সম্পর্কে অনেক কিছু পড়েছিলো। তাই সে বাবাকে বললো এর সমাধান “লবন-পানি”। তারা বাদাম কিনেছিলো সেখানে ভুল করে অনেক লবন দিয়েছিলো। সেই লবন দিয়ে তারা লবন-পানি তৈরী করে সবার উপরে ছিটিয়ে দেয় এবং সবাই ঠিক হয়ে যায়।

স্কুলের মালিকের সাথে এব্যাপারে কথা বললে মালিক বলেন এটি একটি অভিশপ্ত স্কুল। এখানে প্রতি সপ্তাহেই এমন হয়। এখানে আপনার মেয়েকে ভর্তি করাবেন না। অনেকেই অনেক কিছু করলেও কিছুই হয় নাই। এই স্কুলটাও আমি বন্ধ করে দিবো। রাহুল জানতে চাইলো কারন কি? স্কুলের মালিক বললেন – ছোট থাকতে একবার এক ডাইনির ধ্যান ভংগ করেছিলাম। কারন আমরা ফুটবল খেলছিলাম, তখন আমাদের বলটি ওখানে চলে গিয়েছিলো। তখন ডাইনি আমাকে অভিশাপ দেয়। বড় হওয়ার পর অভিশাপটি বুঝতে পেরে ক্ষমা চাইতে গিয়ে দেখি ডাইনি মারা গেছে। এজন্য আমি এখনও অভিশাপমুক্ত নই। আমার মৃত্যু হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবে।


© mahmud hasan 2023