বাবার প্রতি ভালবাসা – ফাতিমা মাহমুদ

2023-01-30 21:41:33 Views: 25

একটি ছোট্ট গ্রাম। ছোট্ট এক ঘরে ছিলো এক ছোট্ট পরিবার। সেখানে আছে একটি অসুস্থ বাবা ও পাগল মেয়ে ও সুস্থ মেয়ে ছিলো। বাবা ও পাগল মেয়ের একই রোগ ছিলো। রোগটি এমন যে আক্রান্ত রোগীরা একসাথে থাকলে কোনো সমস্যা নেই কিন্তু সুস্থ মানুষের সাথে থাকলে সেই মানুষের একই রোগ হয়ে যায়। বাবা ও পাগল মেয়ে ঝিলমিল সারাদিন সময় কাটাতো। অন্যদিকে সুস্থ্য মেয়ে সোনিয়া একা একা থাকতো। সেটা তার বাবা খেয়াল করে। সকালে বাবা সোনিয়াকে বলে – রেস্টুরেন্টে খাবি? সোনিয়া ঘুম থেকে লাফিয়ে উঠে বলে - হ্যা। তারা রেস্টুরেন্টে গেল। বাবা মেয়েকে নিজ হাতে খাওয়ালো। সোনিয়া খুশিতে বাবাকে জড়িয়ে ধরলো। এতে সেও সেই রোগে আক্রান্ত হলো। তাদের অবস্থা খারাপ হলো। ICU তে ভর্তি করা হলো। সোনিয়া বিড়বিড় করে ডাক্তারকে বললো সে তার বাবার সাথে থাকতে চায়। ডাক্তারও তার কথা শুনে বাবার পাশে রেখে দিলো সোনিয়াকে। তার পিসি আসে দেখতে। সোনিয়া পিসিকে বললো – পিসি আমার কবর যেন বাবার পাশে হয়।(সোনিয়া মুসলিম কিন্তু শখ করে ফুপিকে পিসি বলতো)। ভাগ্য ভালো তাদের কিছু হলো না। কিন্তু ঝিলমিল মারা গেলো।
(সমাপ্ত)


© mahmud hasan 2023