এক শহরে একদিন একটি মেয়ে বাচ্চা হলো। তার নাম রাখা হলো নয়না। কিন্তু নয়নার জন্মের পর নয়নার মা মারা যায়। একদিন তার বাবা কাজ করে বাড়িতে এসে অদ্ভুত ব্যবহার করতে থাকে এবং বলে সে আর এই ঘরে থাকতে পারবে না। অতঃপর নয়নার বাবা বাড়ী থেকে বের হয়ে যায়। তখন নয়না ছুটতে থাকে তার বাবার কাছে। কিন্তু তখন সামনে থেকে একটা রিক্সা আসে । নয়না মাটিতে গড়াতে গড়াতে ফুটপাতের উপর চলে আসে। পরে মাথা ঘুরিয়ে দেখে যে তার বাবা নেই। সে কোনো উপায় না পেয়ে বাড়িতে ফিরে আসে। তার কোনো কাজ নেই। তাই সে বাবার যে গোপন ডাইরিতে গোপন কথা লিখতো সেটি পড়তে থাকে। সেখানে লিখা ছিলো যে,
“আমার স্ত্রী যেন সারাজীবন আমার সাথে থাকে। আমি যেন আমার মেয়ের সাথে থাকতে পারি”
নয়না ব্যপারটা বুঝতে পারলো যে, এতে যা লিখা হবে তার উল্টোটা হবে। এই বলে সে লিখলো
“আমার বাবার সাথে আমি কোনোদিন দেখা করবো না”
তারপর দরজায় কেউ একজন ঠক! ঠক! আওয়াজ করলো। দরজা খুলে দেখলো যে তার বাবা। সে বাবাকে জড়িয়ে ধরলো এবং বাবাকে সব কথা বললো। তারপর থেকে তারা সেই ডায়রীতে আর কিছু লিখলো না।
(সমাপ্ত)