২০২০ এবং ২০২১ সালের পুরোটাই পৃথিবী করোনায় আক্রান্ত ছিলো, বন্ধ ছিলো প্রায় সমস্ত কার্যক্রম। ফলে অনেক প্রতিষ্ঠানই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরো পৃথিবী জুড়েই অর্থনৈতিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে ২০২২ সালে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ দিনে দিনে বাড়ছে, পৃথিবীজুড়ে আতংক তৈরী হয়েছে। আরেকটি অর্থনৈতিক ধাক্কার মুখে দাড়িয়ে গেছে পৃথিবী। বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশ অর্থনৈতিক মন্দার মুখোমুখি। সীমিত আয়ে সংসার চলছে না। সবাই বিকল্প আয়ের পথ খুজছে। চাকরীর পাশাপাশি এমন কিছু ছোট ছোট ব্যবসার সুযোগ রয়েছে যা থেকে আরো কিছু আয়ের সুযোগ রয়েছে। এখানে এমন কিছু বিকল্প আয়ের কথা বলা হলো-
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে জ্বালানি তেল সংকটে বিদ্যুতের ঘাটতি পুরো দেশ জুড়ে। যা দিনে দিনে বৃদ্ধি পাবার কথা অন্তত আরো কিছুদিন। আর তাই ২০২৩ সালে এই বিদ্যুৎ সংকটের কারনে কিছু ব্যবসা রয়েছে যা ছোট আকারে করা যেতে পারে।
মোমবাতী
রাতে বিদ্যুত গেলে গ্রামে বা শহরে মোমবাতীর বিকল্প দ্বিতীয়টি নেই। মোমবাতী তৈরী খুবই সহজ। খরচও কম অথচ চাহিদা অনেক। মোমবাতী তৈরীতে ডাইস, মোম, স্টিয়ারিক এসিড, সুতা, প্যাকেট ইত্যাদি প্রয়োজন পড়ে। মাত্র ১৫-২০হাজার টাকা খরচ করেই এগুলো সংগ্রহ করে মোমবাতী তৈরী করে প্যাকেটজাত করে বিক্রি করা সম্ভব।
স্যোলার প্যানেল
বিদ্যুতের বিকল্প সোলার প্যানেল দিনে দিনে জনপ্রিয় এবং সহজলভ্য হয়ে উঠছে। বিশেষকরে গ্রামাঞ্চলে এর জনপ্রিয়তা বাড়ছে।
আইপিএস
বিদ্যুতের ব্যাকআপ হিসেবে আইপিএস খুবই জনপ্রিয়। যাদের সামর্থ্য রয়েছে তারা বাসা/অফিসে আইপিএস ইনষ্টল করতে দ্বিধাবোধ করছেন না। তবে এ ব্যবসা শুরু করতে হলে বেশ কিছু টেকনিক্যাল নলেজ প্রয়োজন।
ব্যাটারী
আইপিএস, সোলারপ্যানেল, ইবাইক, অটোরিক্সা সবকিছুতেই ব্যাটারীর ব্যবহার হচ্ছে। আর তাই শুধুই ব্যাটারী নিয়ে শুরু হতে পারে দূর্দান্ত একটি বিজনেস। লিড-এসিড ব্যাটারীর পাশাপাশি দামে বেশি হলেও ভালো পারফরমেন্স এর কারনে লিথিয়াম ব্যাটারীর জনপ্রিয়তাও দিনে দিনে বাড়ছে।
স্মল সোলার প্রোডাক্ট
সোলার চার্জার লাইট, ফ্যান, পাওয়ার ব্যাংক, টর্চলাইট সহ বিভিন্ন ধরনের ছোট ছোট গ্যাজেট রয়েছে যেগুলো সৌরশক্তি দিয়ে চার্জ হয়ে। এইধরনের গ্যাজেটের প্রয়োজনীয়তা বাড়তে পারে আগামীদিনে।
সতর্কতা
একটি বিজনেস এর প্রধান ৩টি দিক রয়েছে। প্রোডাক্ট বা সার্ভিস তৈরী, মার্কেটিং এবং সেলস। আপনি যখন ব্যবসা শুরু করতে যাবেন তখন এই দিকগুলো আপনাকেই খেয়াল রাখতে হবে। শুধু প্রোডাক্ট তৈরী করলেই হবে না, বা কোথাও থেকে প্রোডাক্ট কিনে আনলেই হবে না। তা আপনার ক্রেতাকে জানাতে হবে এবং কিনতে উৎসাহিত করতে হবে। কাজেই ব্যবসা ছোট হোক বা বড়। অন্তত এই তিনটি বিষয় খেয়াল রেখেই ব্যবসা শুরু করুন।
ইউটিউবে প্রকাশিত https://youtu.be/ux8jPO5gS4Q