যেভাবে আমি ব্যবসায় এলাম

2022-10-04 12:13:05 Views: 48

আমাদের গ্রামের বাড়ীর সামনে একটি বরই গাছ ছিলো। একদিন গাছ থেকে কিছু বরই পাড়িয়ে নিলাম। এরপর একটি ব্যাগে করে গ্রামের হাটে বিক্রি করতে নিয়ে যাবো। এটা শুনে বাড়ীর সবাই হাসাহাসি শুরু করলো। আমি নাছোড়বান্দা। হাটে গিয়ে বিক্রি করলাম। ২টাকা পেয়েছিলাম। সেটিই ছিলো আমার ব্যবসা জীবনের শুরু। তখন বয়স ছিলো ৬-৭ বছর।

শিক্ষাজীবন শেষে ২০০০সালে কিছুদিন কম্পিউটার ট্রেনিং সেন্টারে কাজ করেছি। এরপরে চারজন মামাতো ভাই মিলে mAAm Resource Forum নামে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি। ২০০২ সালে জয়েন করি টাইগার আইটি এর অংগপ্রতিষ্ঠান হোমভিউ বাংলাদেশ এ। মুলত এখানেই চাকরীর পাশাপাশি বিজনেস ডেভেলপমেন্ট এর কাজের সুযোগ তৈরী হয়।

২০০৮ সালে তপু মামা-শামীম মামার সাথে পার্টনারশীপে ইকমার্স ব্যবসা শুরু করি। এরপরে ২০০৯ সালে নিজের প্রতিষ্ঠান ডিজিটেকভ্যালী প্রতিষ্ঠা করি এবং ২০১২ সালে প্রতিষ্ঠা করি বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ মোটরসাইকেল বিষয়ক ওয়েবসাইট মোটরসাইকেলভ্যালী ডট কম।

২২-২৩ বছরের কর্মজীবনে অর্ধেক চাকুরীতে গেছে বাকী অর্ধেক ব্যবসায়। চাকরীজীবনের অভিজ্ঞতা আমার ব্যবসাজীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগে। যারা পড়ালেখা শেষে সরাসরি ব্যবসায় নামার ইচ্ছে পোষন করে তাদের আমি সব সময়েই বলি অন্তত কিছুদিন চাকরী করতে।


© mahmud hasan 2023