চাকরী নাকি ব্যবসা? কোনটি করবেন?

2022-10-03 13:04:32 Views: 53

জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন আর অর্থ আয়ের প্রধান দুটি পথ হলো চাকরী এবং ব্যবসা। তাই অনেকেই ভেজাল এড়াতে ব্যবসা বাদ দিয়ে সহজ সরল চাকরী করতে চান, অনেকে স্বাধীন থেকে বেশি আয়ের আশায় ব্যবসা করতে চান। আসলেই কি বিষয়টি এতো সরল? চলুন জেনে নেই চাকরী ও ব্যবসার কিছু দিক।

চাকরীর সুবিধা:
• অর্থের নিশ্চয়তা
• নির্দিষ্ট অফিস টাইম
• ছক বাধা জীবন

ব্যবসার সুবিধা:
• অনেক বেশি অর্থ আয়ের সুযোগ
• নিজের ক্রিয়েটিভিটি প্রকাশের সুযোগ
• সময়ের ফ্লেক্সিবিলিটি

আপনি যদি মোটামুটি কম ঝামেলাপূর্ন জীবন পছন্দ করেন যেখানে সীমিত এবং সুনিশ্চিত আয়ের সুযোগ রয়েছে তাহলে আপনার জন্য চাকরীই ভালো।

আপনি যদি প্যাড়াময় জীবন পছন্দ করেন। স্বাধীন থাকার নামে ২৪ঘন্টা পরাধীনতা পছন্দ করেন। অনেক অনেক টাকা ইনকামের নামে যখন তখন লস খাওয়ার মানসিকতা থাকে। হাল না ছেড়ে আঠার মতো লেগে থাকার মানসিকতা থাকে। আছাড় খেয়ে পড়ে আবার উঠে দাড়ানোর মানসিকতা থাকে। লক্ষ্য স্থীর রেখে চলার ক্ষমতা থাকে তবে ব্যবসা আপনার জন্য।

ব্যবসা করতে চাইলে প্রথমেই করবেন চাকরী। কারন চাকরী আপনাকে নিয়মানুবর্তীতা শেখাবে, আনুগত্য শেখাবে, নেতৃত্ব শেখাবে, প্রবলেম সলভিং শেখাবে, টীম ওয়ার্ক শেখাবে, নেটওয়ার্ক তৈরীতে সাহায্য করবে, কিছু ক্ষেত্রে রিস্ক নিতে শেখাবে যা পরবর্তী জীবনে কাজে লাগবে তা সে চাকরী হোক বা ব্যবসা।

ইউটিউবে প্রকাশিত https://youtu.be/zPGzzuJIsqA


© mahmud hasan 2023