৭-৮ বছর বয়সে বাবা-মা হারা ছেলেটির পড়ালেখার সুযোগ হয়ে ওঠেনি। জীবিকার তাগিদে অফিস সহকারীর কাজে যোগ দেন। ১৭ বছর বয়সে চাকরী ছেড়ে কাপড়ের ব্যবসা শুরু করেন। ভারত-পাকস্তান আলাদা হবার সুবাদে সে ব্যবসাও হারাতে হয়। এমন ব্যক্তিই তার যোগ্যতা ও কর্মগুনে একটি ব্রিটিশ ব্যাটারী প্রস্তুতকারক কোম্পানীর বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হিসেবে মনোনীত হন। এরপরের কাহিনী শুধুই সফলতার। বলা হচ্ছিলো রহিম আফরোজ গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহিম কথা।
বই: হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা
লেখক: মিরাজ রহমান