প্রিন্টিং মেশিন আবিষ্কারের পরে তৎকালীন অনেক মৌলভীরা এই প্রিন্টিং মেশিনের বিরোধীতা করেন এবং ধর্মীয় নিষেধাজ্ঞা জারী করেন। অথচ মুসলমানদের হাত ধরেই চীনে আবিস্কৃত কাগজ পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। প্রিন্টিং মেশিন আবিষ্কারে ছাপা কোরআনের প্রচলন হয় এবং পবিত্র কোরআনের ব্যাপক প্রসার ঘটে।
উড়োজাহাজ আবিষ্কারে মানুষ এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনায়াসে হজ্বপালনে মক্কায় যেতে পারে।
শিল্প প্রতিষ্ঠান আসলে এক ধরনের মানব সেবা।
- ড. মাহাথির মুহাম্মাদ
বই: হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা
লেখক: মিরাজ রহমান