সহজলভ্য বিনোদনে, বিনোদনহীন প্রজন্ম

2022-09-20 04:58:51 Views: 14

শুক্রবার ৩:৩০মিনিটের দিকে শুরু হতো থান্ডার ক্যাটস কার্টুন। কার্টুনটার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করতাম। নিজের বাসায় টিভি ছিলো না বলে কার বাসায় হানা দিবো তার প্রস্তুতি চলতো।

বুধবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর শুরু হতো ম্যাকগাইভার। এটা দেখার জন্য কত ঝামেলা পোহাতে হতো সে আরেক কাহিনী।

উন্মাদ পত্রিকা ছিলো মজার একটি পত্রিকা। কার্টুন, জোকস, মজার গল্প দিয়ে ভরপুর। মাসে একবার বের হতো বলে সারা মাস অপেক্ষায় থাকতাম।

বেবীনাজনীন/ডলি সায়ান্তনি/জেমস/হাসান/আয়ূববাচ্চুর নতুন এলবাম কবে রিলিজ হবে এই অপেক্ষায় থাকতে হতো সারাবছর ধরে।

ইন্টারনেট এবং ইউটিউব আমাদের আর অপেক্ষায় রাখে না। ১০ পর্বের টিভি সিরিয়াল কয়েক ঘন্টায় দেখে শেষ করা যায়। জোকস/কমিকস পড়তে আর প্যাড়া নিতে হয় না। বিনোদন আমাদের হাতের মুঠোয়; তাই বিনোদন আর ভালো লাগে না। ফেসবুকের বিনোদন শেষের দিকে, ইউটিউবের বিনোদনে বেশি সময় লাগে তাই টিকটকের ১৫-৩০ সেকেন্ডের কাতুকুতু বিনোদন আপাতত চলছে।

দেখা যাক, এরপরে কি…


© mahmud hasan 2023