ব্যাটারীচালিত রিক্সাগুলোতে খুবই কমদামের এলইডি হেডলাইট লাগানো হয়। যেগুলোর আলো কম, রিক্সার সামান্য দূরের জিনিস ঠিক মতো দেখা যায় না কিন্তু সমস্যা হলো সামনে থেকে আসা গাড়ীর ড্রাইভারের চোখে এই আলো অনেক তীব্রভাবে লাগে।
এলইডি লাইটের বৈশিষ্ট্যটাই এমন। তীব্রতা অনেক বেশি, রীতিমতো কষ্ট হয়। হাইওয়েতে ইদানীং আলোর প্রয়োজনে সকল ধরনের গাড়ীতেই অনেক ক্ষমতাসম্পন্ন এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়। বিপরিত দিক থেকে আসা এসব আলো একেবারে চোখ ধাঁধিয়ে দেয়।
আলো বেশি, তীব্রতা কম এমন কিছু কিভাবে হতে পারে?