ইমোশনাল মার্কেটিং (লেখক: মুনির হাসান)

2022-08-30 03:26:03 Views: 18

মানুষ মাত্রই আবেগী প্রানী। আর আমরাতো আরেক ডিগ্রী এগিয়ে। প্রমান হিসেবে ফেসবুকে শেয়ার দেয়া ছবির নীচে “আমিন” লেখার সিরিয়াল দেখলেই বুঝা যায়। মার্কেটারদের কাজ যেহেতু পন্য/সেবা বেচার পথ তৈরী করা তাই আবেগের ব্যবহার স্বাভাবিক নিয়মেই তারা কাজে লাগিয়ে থাকে। আবেগের ব্যবহারে মার্কেটিং এর উৎকৃষ্ট উদাহরন ছিলো এ্যারোমেটিক এর “১০০ ভাগ হালাল সাবান”। আমি নিজে খুব বেশি বায়াসড না হলেও সেসময়ে এ্যারোমেটিক সাবান কিছুটা বেশি ব্যবহার করেছি। বাসার জন্য হিজাব ফ্রেশ শ্যাম্পুটি বেশ কয়েকবারই কেনা হয়েছে কিছুটা বায়াসড হয়েই।

আবেগকে কাজে লাগিয়ে মার্কেটিং এর টেকনিক নিয়ে মুনির হাসান স্যার এর লেখা “ইমোশনাল মার্কেটিং” বইটিতে দেশী-বিদেশী অনেকগুলো উদাহরন দিয়ে ভরপূর। “হুইল অব ইমোশন” বা আবেগের চাকা থেকে চমৎকার ভাবে পরিচিত হওয়া যায় মানুষের আবেগের ধরনের সাথে। বইটিতে বিভিন্ন ঘটনা বর্ননার পাশাপাশি QR Code দেয়া হয়েছে ঘটনার ওয়েবসাইট/ভিডিও দেখার জন্য। বিষয়টি আমার জন্য অন্তত নতুন। তাই অনেক হেল্পফুল এবং মজার লেগেছে। শেষের দিকে থাকা বেশ কিছু কেস স্টাডী ভালো লেগেছে।

ইমোজির সাথে আমার পরিচয় ঘটে ২০০২-২০০৩ এর দিকে বিভিন্ন চ্যাট/মেসেন্জার এর বদৌলতে। এটাও যে মার্কেটিং ইমোশনে ব্যবহার হতে পারে জানতে পারলাম “ইমোশনাল মার্কেটিংয়ে ইমোজি” চ্যাপ্টারে।

বইটিতে আরো কিছু দেশীয় ইমোশনাল মার্কেটিং এর উদারন হিসেবে থাকলে আমার মতো নাদানদের আরো ভালো লাগতো। তবে আরামসে শেখার/জানার জন্য বইটি নি:সন্দেহে ভালো।


© mahmud hasan 2023